স্বাধীনতা মানে পরাধীন থাকা
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ২৫ মার্চ, ২০১৩, ০৩:৩৯:৩৫ দুপুর
স্বাধীন মানে মুক্ত মনে
লম্বা বিশাল ডানা,
ইচ্ছে মত যেদিক চলা
নেইতো কোন মানা।
স্বাধীন মানে ইচ্ছে মত
স্বপ্ন দেখার দিন,
স্বাধীন মানে মুক্ত মনে
বাজাও সুখের বীন।
স্বাধীন মানে নয়তো থাকা
পরাধীনতার মাঝে,
স্বাধীন মানে মুক্ত ডানা
নিত্য সকল কাজে।
স্বাধীন মানে দেশ গড়ার
দিপ্ত শপথ বড়াই,
স্বাধীন মানে ভূবন মাঝে
সত্য গড়ার লড়াই।।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন